গরমে ত্বকের যত্নে করণীয়

আমার ওয়েবসাইটে আসার জন্য ধন্যবাদ

summer skin care tips

তীব্র গরমে ত্বকের যত্ন নেওয়া খুব জরুরী। কেননা গরমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের নাজুক ত্বক। তাই ত্বককে নিস্তেজ ও ড্যামেজের হাত থেকে বাঁচাতে নিতে হবে একটু বাড়তি যত্ন। আসুন জেনে নেয়া যাক কিভাবে ত্বকের বাড়তি যত্ন নেয়া যায়-

summer skin care tips

  • প্রচুর পরিমানে পানি পান করতে হবে।
  • কাঁচা দুধ,লেবুর রস আর মধু একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে মুখ ধুলে তা ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখে।
  • সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচতে রোদে বেরোনোর ১৫-৩০ মিনিট আগে ত্বকে সানস্ক্রিন ব্যবহার করুন।
  • বাইরে থেকে এসে জমে থাকা তেল দূর করার জন্য ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ত্বক পরিষ্কার করা প্রয়োজন।
  • শসার রস, গোলাপজল ও চন্দন মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগাতে পারেন।
  • মুলতানি মাটি, গোলাপজল ও মধু মিশিয়ে প্যাক বানিয়ে মুখে ব্যবহার করুন। এতে গরমে ঘাম থেকে মুক্তি পাবেন।
  • গরমের সময় দুই-তিন ঘণ্টা পরপর পানি দিয়ে মুখমণ্ডল ধোয়া দরকার।
  • গরমে ভারী মেইকআপ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
  • অ্যালো ভেরার বরফ ত্বকে ব্যবহারের ফলে ত্বক আর্দ্র থাকে, লোমকূপ সংকুচিত হয়, পুষ্টি যোগায়, ব্রণ কমায় এবং আরাম দিতে সহায়তা করে।
  • ১ টেবিল চামচ টমেটো পাল্প, ১ চা–চামচ গুঁড়া দুধ, আধা চা–চামচ মধু ও আধা চা–চামচ বেসনের প্যাক ত্বকে ব্যবহার করতে পারেন। এতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
  • তৈলাক্ত ত্বকের জন্য ১ টেবিল চামচ শসার রসের সঙ্গে বেসন, মধু, টকদই  মিশিয়ে ফেসপ্যাক বানাতে পারেন।
  • পাকা পেঁপে ও কলার ফেসপ্যাক গরমে ত্বকের যত্নে ভালো কাজ করে। এতে রোদে পোড়াভাব দূর হয়।

আপনার মতামত, পরামর্শ, অভিযোগ অথবা কোন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

আরও পড়ুন

চুলের যত্নে মেথির ব্যবহার

জিরার যত উপকারীতা

Leave a Comment